ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স



স্পোর্টস স্পোর্টস


টয়স টয়স

কম্পিউটার কম্পিউটার

ল্যাপটপ ল্যাপটপ

শর্তাবলী

Uniemart–এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার বা অর্ডার সম্পন্ন করার মাধ্যমে আপনি নিচে উল্লেখিত সকল শর্তাবলীতে সম্মত হচ্ছেন।


১. ওয়েবসাইট ব্যবহার

Uniemart–এর ওয়েবসাইট শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। কোনো প্রকার অবৈধ, প্রতারণামূলক বা ক্ষতিকর কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।


২. পণ্যের তথ্য

আমরা সর্বোচ্চ চেষ্টা করি পণ্যের সঠিক ছবি, মূল্য ও বিবরণ প্রদর্শনের জন্য। তবে প্রযুক্তিগত বা অনিচ্ছাকৃত কারণে কোনো তথ্যের ভুল হলে Uniemart তা সংশোধনের অধিকার রাখে।


৩. অর্ডার নিশ্চিতকরণ

অর্ডার কনফার্ম হবে আমাদের পক্ষ থেকে ফোন কল বা এসএমএসের মাধ্যমে

অর্ডার কনফার্ম না হলে ডেলিভারি কার্যক্রম শুরু হবে না

প্রয়োজনে Uniemart যেকোনো অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে


৪. মূল্য ও পেমেন্ট

সকল মূল্য বাংলাদেশি টাকা (BDT)–তে নির্ধারিত

মূল্য যেকোনো সময় পরিবর্তনযোগ্য

ক্যাশ অন ডেলিভারি বা নির্ধারিত পেমেন্ট পদ্ধতি প্রযোজ্য


৫. ডেলিভারি পলিসি

Uniemart পণ্য ডেলিভারির জন্য Steadfast কুরিয়ার সার্ভিস ব্যবহার করে

ডেলিভারি সময় এলাকা ও পরিস্থিতিভেদে পরিবর্তিত হতে পারে

প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক পরিস্থিতি বা অনিবার্য কারণে ডেলিভারিতে বিলম্ব হলে Uniemart দায়ী থাকবে না


৬. ডেলিভারি ব্যর্থতা

গ্রাহক যদি:

ফোন রিসিভ না করেন

ভুল ঠিকানা প্রদান করেন

পণ্য গ্রহণে অস্বীকৃতি জানান

সে ক্ষেত্রে ডেলিভারি ব্যর্থ হিসেবে গণ্য হবে এবং পরবর্তী ডেলিভারির জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।


৭. রিটার্ন ও রিফান্ড

রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত সকল নিয়ম আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি অনুযায়ী প্রযোজ্য হবে।


৮. দায়বদ্ধতার সীমা

Uniemart কোনো প্রকার:

পরোক্ষ ক্ষতি

ব্যবসায়িক ক্ষতি

ডেলিভারি বিলম্বজনিত ক্ষতির

জন্য দায়ী থাকবে না।


৯. কন্টেন্ট ও কপিরাইট

Uniemart–এর সকল কন্টেন্ট (লোগো, লেখা, ছবি) কপিরাইট সংরক্ষিত। অনুমতি ছাড়া কোনো কন্টেন্ট ব্যবহার আইনত দণ্ডনীয়।


১০. শর্তাবলী পরিবর্তন

বাংলাদেশ ই–কমার্স নীতিমালা অনুযায়ী Uniemart যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার রাখে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে।


১১. আইন ও বিচারব্যবস্থা

এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতের আওতাধীন থাকবে।

হোম রিটার্ন অর্ডার ট্র্যাকিং কার্ট রিভিউস